১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

অনলাইন মার্কেটপ্লেসে বিশ্বস্ততার আরেক নাম ওয়ালিদ!

নিজস্ব প্রতিনিধি

অনলাইন মার্কেটপ্লেসে বিশ্বস্ততার আরেক নাম ওয়ালিদ!

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম হলো ফেইসবুক,ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। তবে এই মাধ্যম গুলো বুস্টিং এবং প্রমোশনের জন্য বিভিন্ন মার্কেটপ্লেসে অসংখ্য মানুষ কাজ করছেন। উনাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মাহদি হাসান ওয়ালিদ মৃধা।

তার ফেইসবুক পেইজ হলঃ Mridha Boosting and Promotion Service. দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে Boosting (বুস্টিং) এবং Promotion(প্রমোশন) সার্ভিস দিয়ে থাকেন।

শতভাগ বিশ্বস্ত ও ১০০% অরজিনাল সার্ভিস এই Mridha Boosting and Promotion Service থেকে পাবেন। তাহার কাজের মূল উদ্দেশ্য হল ২৪/৭ কাস্টমার সার্ভিস ও ১০০% কাস্টমারের সন্তুষ্টি অর্জন।

ফ্রিলাসিং এর মাধ্যমে তিনি গ্রাহকদের সেবা প্রদান করে থাকেন। ফেইসবুক মার্কেটপ্লেস ও ইনস্টাগ্রাম এ তাহার ব্যাপক গ্রাহক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০৪:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
৪০২ বার পড়া হয়েছে

অনলাইন মার্কেটপ্লেসে বিশ্বস্ততার আরেক নাম ওয়ালিদ!

আপডেট সময় : ০৪:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম হলো ফেইসবুক,ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। তবে এই মাধ্যম গুলো বুস্টিং এবং প্রমোশনের জন্য বিভিন্ন মার্কেটপ্লেসে অসংখ্য মানুষ কাজ করছেন। উনাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মাহদি হাসান ওয়ালিদ মৃধা।

তার ফেইসবুক পেইজ হলঃ Mridha Boosting and Promotion Service. দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে Boosting (বুস্টিং) এবং Promotion(প্রমোশন) সার্ভিস দিয়ে থাকেন।

শতভাগ বিশ্বস্ত ও ১০০% অরজিনাল সার্ভিস এই Mridha Boosting and Promotion Service থেকে পাবেন। তাহার কাজের মূল উদ্দেশ্য হল ২৪/৭ কাস্টমার সার্ভিস ও ১০০% কাস্টমারের সন্তুষ্টি অর্জন।

ফ্রিলাসিং এর মাধ্যমে তিনি গ্রাহকদের সেবা প্রদান করে থাকেন। ফেইসবুক মার্কেটপ্লেস ও ইনস্টাগ্রাম এ তাহার ব্যাপক গ্রাহক রয়েছে।