০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩

আজিমপুরে চতুর্থ কৃষকের বাজার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আজিমপুরে চতুর্থ কৃষকের বাজার উদ্বোধন

রাজধানীর আজিমপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চতুর্থ কৃষকের বাজার উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে এই বাজার উদ্বোধন করা হয়।

নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ডিএসসিসি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে এ বাজার উদ্বোধন করা হয়।

এতে ১০ জন চাষি তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন। নিরাপদ খাবারের জন্য সাভারের ভাকুর্তা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই চাষিদের যাচাই করে।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বজলুর রশীদ বলেন, সবজি চাষে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। পাশাপাশি মাটি, পানি, বায়ু দূষিত হয় এবং জীববৈচিত্র্যের ক্ষতিসাধন হয়।

তিনি আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশব্যাপী কৃষকদের সবজি চাষে জৈব সার প্রয়োগ এবং পোকা দমনে ফেরোমেন ফাঁদ, আঠালো ফাঁদ ইত্যাদি ব্যবহারে উৎসাহী করছে। কৃষকদের বাজার ব্যবস্থাপনায় সেভাবে অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকের বাজারের মতো উদ্যোগগুলো কৃষকদের লাভবান করবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিশ্বব্যাপী নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় আমরা এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, নিরাপদ খাদ্য পাওয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কৃষকের বাজার এ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী অবদান রাখবে। কৃষকের বাজার কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা এবং কৃষকদের যেন স্থানীয় হকার বা দোকানিদের থেকে কোনো ধরনের অনিরাপদ পরিস্থিতির শিকার না হতে হয়, সে বিষয়ে মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে কাউন্সিলর কার্যালয় থেকে সহযোগিতা থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০৩:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
১৮২ বার পড়া হয়েছে

আজিমপুরে চতুর্থ কৃষকের বাজার উদ্বোধন

আপডেট সময় : ০৩:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

রাজধানীর আজিমপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চতুর্থ কৃষকের বাজার উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে এই বাজার উদ্বোধন করা হয়।

নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ডিএসসিসি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে এ বাজার উদ্বোধন করা হয়।

এতে ১০ জন চাষি তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন। নিরাপদ খাবারের জন্য সাভারের ভাকুর্তা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই চাষিদের যাচাই করে।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বজলুর রশীদ বলেন, সবজি চাষে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। পাশাপাশি মাটি, পানি, বায়ু দূষিত হয় এবং জীববৈচিত্র্যের ক্ষতিসাধন হয়।

তিনি আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশব্যাপী কৃষকদের সবজি চাষে জৈব সার প্রয়োগ এবং পোকা দমনে ফেরোমেন ফাঁদ, আঠালো ফাঁদ ইত্যাদি ব্যবহারে উৎসাহী করছে। কৃষকদের বাজার ব্যবস্থাপনায় সেভাবে অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকের বাজারের মতো উদ্যোগগুলো কৃষকদের লাভবান করবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিশ্বব্যাপী নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় আমরা এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, নিরাপদ খাদ্য পাওয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কৃষকের বাজার এ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী অবদান রাখবে। কৃষকের বাজার কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা এবং কৃষকদের যেন স্থানীয় হকার বা দোকানিদের থেকে কোনো ধরনের অনিরাপদ পরিস্থিতির শিকার না হতে হয়, সে বিষয়ে মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে কাউন্সিলর কার্যালয় থেকে সহযোগিতা থাকবে।