উচ্ছেদের ঘোষণা পেয়ে নিজ উদ্যোগেই দখলমুক্ত করলেন দখলদাররা

অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এমন ঘোষণার পর স্বপ্রণোদিত হয়ে করপোরেশনের জায়গা দখলমুক্ত করলো স্বয়ং দখলদাররা। রোববার (২৮ আগস্ট) রাতে নগরীর নিমতলী মোড়ে এমন ঘটনা ঘটে। সোমবার (২৮ আগস্ট) এ ঘটনা প্রত্যক্ষ করে নগর কর্তৃপক্ষ।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সোমবার (২৯ অগাস্ট) নিমতলী মোড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করার ঘোষণা দিয়ে রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সে এলাকায় মাইকিং করে। এসময় সেখানে অবৈধভাবে দখল করে রাখা দোকানগুলোকে লাল কালি দিয়েও চিহ্নিত করে দেওয়া হয়।
সে অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য আজ করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, পুলিশ সদস্য, করপোরেশনের সার্ভেয়ার, পেশকার, উচ্ছেদ শ্রমিকসহ উচ্ছেদ সংশ্লিষ্টরা নিমতলী মোড়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর তারা সবাই বিস্মিত হন। এরই মধ্যে লাল কালিতে চিহ্নিত ১৫টি দোকান কে বা কারা রাতের মধ্যে উচ্ছেদ করে ফেলে। পরে তারা খবর নিয়ে জানতে পারেন, দখলদাররা নিজ উদ্যোগেই গতরাতে তা উচ্ছেদ করেছে।
এ বিষয়ে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, আজকের উচ্ছেদ নিয়ে গতকাল নিমতলী মোড়ে মাইকিং করা হয় এবং লাল কালি দিয়ে সেগুলো চিহ্নিত করে দেওয়া হয়। আজ আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে দখলদাররাই নিজ উদ্যোগে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়েছে। এতে মানুষের চলাচলের পথ সুগম হয়েছে।