কলকাতায় ২৯ বীর মুক্তিযোদ্ধা, ঢাকা এলেন ৩০ বীর যোদ্ধা

ভারতে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের ২৯ জন বীর মুক্তিযোদ্ধা। তাদের সঙ্গে সেনাবাহিনীর ছয়জন কর্মকর্তাও রয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তারা কলকাতায় পৌঁছান।
একই সঙ্গে বাংলাদেশে এসেছেন ভারতের ৩০ প্রবীণযোদ্ধা। তাদের সঙ্গে আছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ছয় কর্মকর্তা। তারা ঢাকায় বিজয় দিবস উদযাপনে অংশ নেবেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণীয় করতে বাংলাদেশ-ভারতের পরস্পর আমন্ত্রণে এই সফর।
কলকাতা সফরকালে বীর মুক্তিযোদ্ধারা ভারতীয় সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় যারা প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করেছিলেন এমন যোদ্ধাদের সঙ্গে দেখা করবেন।
অন্যদিকে বাংলাদেশে আসা ভারতের প্রবীণযোদ্ধারা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে আত্মত্যাগ করা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন। ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবে।