মেঘ ভাঙছে নীলের অভিঘাতে শরৎ ছড়িয়ে পড়ছে পূর্বদিক থেকে বয়ে আসা বাতাস দোল দিচ্ছে কুমারী কাশের শীষে
ক্ষেত থেকে উড়ে যাচ্ছে শাদা বক রোদ খেলে ছায়াবাজি শেষ শালুকের ফুলে বসেছে ভ্রমর জল ও জমিনের সন্ধিচ্ছেদ হবে।