১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কে সে?

মারুফা সুলতানা খান

কে সে?

প্রতিদিন যার কথা ভেবে ভেবে ঘুম পাড়ি
যার কথা ভেবে ভেবে ঘুম ভাঙি।
কে সে?

যার সাথে হৃদয় মিশে থাকে,
লেগে থাকে অপার স্পন্দন।
কে সে?

যার বিরহে মরে যাই,
মিলনে হই উজ্জ্বল।
কে সে?

যাকে বেশি দেখি যখন তাকে দেখি না,
বেশি বলি যখন কথা বলি না।
কে সে?

যাকে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছি,
তবু যাকে কিচ্ছু দেওয়া হয়নি।
কে সে?

যার কাছে চাওয়া-পাওয়াতে অনেক অপূর্ণতা,
আবার এই অপূর্ণতাতেই আনন্দ।
কে সে?

যাকে নিয়ে উড়াল দিতে চাই মহাকালে,
কিন্তু যার সাথে এককালও থাকা হলো না।
কে সে?

যার ঘুম-কণ্ঠ শোনার ইচ্ছায় প্রতিদিন ঘুম
ভাঙে,
যার ভাবনায় বিভোর হয়ে ভাতঘুম দিই।
সে আর অন্য কিছু নয়,
সে যে প্রেম,
উথাল-পাথাল প্রেম,
যে প্রেমে ডুবে থাকতে চাই অনাদি অনন্তকাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০১:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
১৬৮ বার পড়া হয়েছে

কে সে?

আপডেট সময় : ০১:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

প্রতিদিন যার কথা ভেবে ভেবে ঘুম পাড়ি
যার কথা ভেবে ভেবে ঘুম ভাঙি।
কে সে?

যার সাথে হৃদয় মিশে থাকে,
লেগে থাকে অপার স্পন্দন।
কে সে?

যার বিরহে মরে যাই,
মিলনে হই উজ্জ্বল।
কে সে?

যাকে বেশি দেখি যখন তাকে দেখি না,
বেশি বলি যখন কথা বলি না।
কে সে?

যাকে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছি,
তবু যাকে কিচ্ছু দেওয়া হয়নি।
কে সে?

যার কাছে চাওয়া-পাওয়াতে অনেক অপূর্ণতা,
আবার এই অপূর্ণতাতেই আনন্দ।
কে সে?

যাকে নিয়ে উড়াল দিতে চাই মহাকালে,
কিন্তু যার সাথে এককালও থাকা হলো না।
কে সে?

যার ঘুম-কণ্ঠ শোনার ইচ্ছায় প্রতিদিন ঘুম
ভাঙে,
যার ভাবনায় বিভোর হয়ে ভাতঘুম দিই।
সে আর অন্য কিছু নয়,
সে যে প্রেম,
উথাল-পাথাল প্রেম,
যে প্রেমে ডুবে থাকতে চাই অনাদি অনন্তকাল।