১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কোটচাঁদপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে দিন মজুরের সংবাদ সম্মেলন

মোঃ জাহিদুর রহমান তারিক,

কোটচাঁদপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে দিন মজুরের সংবাদ সম্মেলন

সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতা ধোয়া তুলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদা গ্রামের অসহায় এক দিন মুজুর কৃষকের জমি থেকে গাছ কেটে নেয়াসহ জমি হাতিয়ে নেয়ার পাঁয়তারার অভিযোগ এনে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। কোটচাঁদপুর পাঠাগার অডিটোরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি করেন উপজেলার নওদা গ্রামের মৃত তোফাজ্জেল দফাদারের ছেলে আইন উদ্দীন। সংবাদ সম্মেলনে আইন উদ্দীনের স্ত্রী মুসলিমা খাতুন, ভাই মঈন উদ্দীন, আলতাফ হোসেন ও তার স্ত্রী লিপি খাতুনসহ কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আইন উদ্দীন বলেন- বিগত ১৯৯৩ সালে আমি প্রতিবেশী আবদুর রশিদের কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করি। যার মৌজা- কাশিপুর, খতিয়ান নম্বর-২৭১, সাবেক দাগ নম্বর-৭৭৬৪, বর্তমান দাগ নম্বর-১০০৯, জমি ক্রয়কৃত দলিল নং- ১০২০, রেজিস্ট্র্রি তাং- ২৮-০৪-১৯৯৩। বর্তমানে ওই জমির উপর আমার বসত ভিটা রয়েছে।

এরমধ্যে ২০১০ সালের দিকে তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী ওই ক্রয়কৃত জমি তাদের বলে দাবী করে এবং ঘরবাড়ী ভেঙ্গে অন্যত্র চলে যেতে বলে। সে সময় (আরএস) মাঠ পর্চায় তার পিতার নাম রয়েছে বলে দাবী করে। পরে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি জমির অন্যান্য দলিলাদি না থাকলেও জালিয়াতির মাধ্যমে উল্লিখিত দাগের ৫শতক ও পাশের সড়ক ও জনপদের ১২শতক জমি রেকর্ড করে নিয়েছে তারা। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ২৪-০২-২০১০ সালে রেকর্ড সংশোধনের জন্য ঝিনাইদহ বিজ্ঞ জজআদালতে ৮ জনকে বিবাদি করে মামলা দায়ের করি। মামলাটি এখনো চলমান রয়েছে। এদিকে আদালতে মামলা থাকা স্বত্তেও তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী যুবলীগের নেতা পরিচয়ে দিতে ভয় ভীতি প্রদর্শন ছাড়াও আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে।

এখানেই সে খ্যান্ত নন হত্যার হুমকী দেয়াসহ বিভিন্ন ভাবে ওই জমি দখল নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। ইতি মধ্যেই ওই জমি থেকে বল প্রয়োগ করে কিছু দামি গাছ কেটে নিয়ে গেছে যুবলীগ নামধারী ওই কোরবান আলী। আমি খেটে খাওয়া দিন মুজুর কৃষক। অথচ আমরা বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে তদন্ত পূর্বক সত্য ঘটনা প্রকাশের দাবী জানাচ্ছি। কোরবান আলী দলের পরিচয় দিয়ে একের পর এক আমার বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করছেন। যে কারণে পুলিশী ঝামেলায় আমি কাজে যেতে পারছিনা। ফলে পরিবার নিয়ে বর্তমানে আমি মানবেতর জীবনযাপন করছি। বিষয়টি সমাধানে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী আইন উদ্দীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ১২:৫৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
১০২ বার পড়া হয়েছে

কোটচাঁদপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে দিন মজুরের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৫৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতা ধোয়া তুলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদা গ্রামের অসহায় এক দিন মুজুর কৃষকের জমি থেকে গাছ কেটে নেয়াসহ জমি হাতিয়ে নেয়ার পাঁয়তারার অভিযোগ এনে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। কোটচাঁদপুর পাঠাগার অডিটোরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি করেন উপজেলার নওদা গ্রামের মৃত তোফাজ্জেল দফাদারের ছেলে আইন উদ্দীন। সংবাদ সম্মেলনে আইন উদ্দীনের স্ত্রী মুসলিমা খাতুন, ভাই মঈন উদ্দীন, আলতাফ হোসেন ও তার স্ত্রী লিপি খাতুনসহ কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আইন উদ্দীন বলেন- বিগত ১৯৯৩ সালে আমি প্রতিবেশী আবদুর রশিদের কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করি। যার মৌজা- কাশিপুর, খতিয়ান নম্বর-২৭১, সাবেক দাগ নম্বর-৭৭৬৪, বর্তমান দাগ নম্বর-১০০৯, জমি ক্রয়কৃত দলিল নং- ১০২০, রেজিস্ট্র্রি তাং- ২৮-০৪-১৯৯৩। বর্তমানে ওই জমির উপর আমার বসত ভিটা রয়েছে।

এরমধ্যে ২০১০ সালের দিকে তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী ওই ক্রয়কৃত জমি তাদের বলে দাবী করে এবং ঘরবাড়ী ভেঙ্গে অন্যত্র চলে যেতে বলে। সে সময় (আরএস) মাঠ পর্চায় তার পিতার নাম রয়েছে বলে দাবী করে। পরে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি জমির অন্যান্য দলিলাদি না থাকলেও জালিয়াতির মাধ্যমে উল্লিখিত দাগের ৫শতক ও পাশের সড়ক ও জনপদের ১২শতক জমি রেকর্ড করে নিয়েছে তারা। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ২৪-০২-২০১০ সালে রেকর্ড সংশোধনের জন্য ঝিনাইদহ বিজ্ঞ জজআদালতে ৮ জনকে বিবাদি করে মামলা দায়ের করি। মামলাটি এখনো চলমান রয়েছে। এদিকে আদালতে মামলা থাকা স্বত্তেও তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী যুবলীগের নেতা পরিচয়ে দিতে ভয় ভীতি প্রদর্শন ছাড়াও আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে।

এখানেই সে খ্যান্ত নন হত্যার হুমকী দেয়াসহ বিভিন্ন ভাবে ওই জমি দখল নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। ইতি মধ্যেই ওই জমি থেকে বল প্রয়োগ করে কিছু দামি গাছ কেটে নিয়ে গেছে যুবলীগ নামধারী ওই কোরবান আলী। আমি খেটে খাওয়া দিন মুজুর কৃষক। অথচ আমরা বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে তদন্ত পূর্বক সত্য ঘটনা প্রকাশের দাবী জানাচ্ছি। কোরবান আলী দলের পরিচয় দিয়ে একের পর এক আমার বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করছেন। যে কারণে পুলিশী ঝামেলায় আমি কাজে যেতে পারছিনা। ফলে পরিবার নিয়ে বর্তমানে আমি মানবেতর জীবনযাপন করছি। বিষয়টি সমাধানে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী আইন উদ্দীন।