১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
কোথায় দাঁড়াব আমি

কোথায় দাঁড়াব আমি? জীবনের খরস্রোতা নদী!
হৃদভূম ভেঙে যায় বেদনার নীলজল স্রোতে
জরায়ুর ঘর ভেঙে ছোট্ট ডিঙি নায়ে আমি একা
সময়ের ছেঁড়া পালে ভাসি গন্তব্যহীন গন্তব্যে।
পা বাড়ালেই শত পথ—তবু পথ খুঁজি পথে পথে
চোখ খুলে তাকালেই ঝলমল রঙিন পৃথিবী
তবু অন্ধত্বের চোখ আলোতে খুঁজে ফেরে আঁধার
জীবনের পথ খুঁজি ভুল মানুষের মানচিত্রে।
ক্ষুধার্ত চোখের ভাষা অনুবাদ করে নষ্টতত্ত্ব
মুঠো মুঠো সফলতা পঁচে যায় বদ্ধ করতলে
বিবেকের নগ্নদেহে চিত্র আঁকে নাগরিক চোখ
প্রশান্তির খোলাকাশে ভরে যায় নাগরিক ধোঁয়া।
কোথায় দাঁড়াব আমি? একটা খোলা আকাশ চাই
মুঠো মুঠো রোদ্দুরের আলোমাখা শুভ্রাকাশ
যেখানে সবুজ পৃথিবী-চোখ খুলে প্রকৃতির কোলাহলে
সোঁদা ঘ্রাণের মাটিরা শুষে নেয় নাগরিক নোনাজল।
ট্যাগস :