০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

‘খালেদা জিয়ার যে অবস্থা, তাতে কোনোভাবেই সুস্থ বলা যাবে না’

নিজস্ব প্রতিনিধি

‘খালেদা জিয়ার যে অবস্থা, তাতে কোনোভাবেই সুস্থ বলা যাবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ নিয়ে ষষ্ঠবারের মতো এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত ২২ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন রিপোর্ট ভালো না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ম্যাডামকে (খালেদা জিয়া) ভর্তি করা হয়েছে। তার আগের রিপোর্ট ভালো না বলেই আরও কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ডা. জাহিদ বলেন, ‘ওনার যে অবস্থা, তা কোনোভাবেই সুস্থ আছেন বলা যাবে না। জরুরি ভিত্তিতে সুচিকিৎসা প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব মাল্টি ডিসিপ্লিন অ্যাডভান্স সেন্টারে নেওয়া প্রয়োজন। মেডিকেল বোর্ডের পরামর্শ তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু তিনি তো এখনো গৃহবন্দি। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।’

খালেদা জিয়া কবে নাগাদ বাসায় ফিরতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসার বিষয়ে আগাম কিছু বলার সুযোগ নেই। এটা রোগ, রোগের উপসর্গ সার্বিক বিষয়ের ওপর নির্ভর করে।’

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা কতটা গুরুতর- এমন প্রশ্নে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। একটি জিনিস তো স্পষ্ট। ষষ্ঠবারের মতো তিনি হাসপাতালে এসেছেন। এই হচ্ছে ওনার অবস্থা। এটি আপনাদের কারও বাবা-মায়ের যদি হতো, আমার বাবা-মা যদি হতো, ওনাদের ব্যাপারে আমরা কী বলতাম চিন্তা করেন? আমি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাই না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০৪:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
১৯৭ বার পড়া হয়েছে

‘খালেদা জিয়ার যে অবস্থা, তাতে কোনোভাবেই সুস্থ বলা যাবে না’

আপডেট সময় : ০৪:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ নিয়ে ষষ্ঠবারের মতো এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত ২২ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন রিপোর্ট ভালো না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ম্যাডামকে (খালেদা জিয়া) ভর্তি করা হয়েছে। তার আগের রিপোর্ট ভালো না বলেই আরও কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ডা. জাহিদ বলেন, ‘ওনার যে অবস্থা, তা কোনোভাবেই সুস্থ আছেন বলা যাবে না। জরুরি ভিত্তিতে সুচিকিৎসা প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব মাল্টি ডিসিপ্লিন অ্যাডভান্স সেন্টারে নেওয়া প্রয়োজন। মেডিকেল বোর্ডের পরামর্শ তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু তিনি তো এখনো গৃহবন্দি। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।’

খালেদা জিয়া কবে নাগাদ বাসায় ফিরতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসার বিষয়ে আগাম কিছু বলার সুযোগ নেই। এটা রোগ, রোগের উপসর্গ সার্বিক বিষয়ের ওপর নির্ভর করে।’

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা কতটা গুরুতর- এমন প্রশ্নে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। একটি জিনিস তো স্পষ্ট। ষষ্ঠবারের মতো তিনি হাসপাতালে এসেছেন। এই হচ্ছে ওনার অবস্থা। এটি আপনাদের কারও বাবা-মায়ের যদি হতো, আমার বাবা-মা যদি হতো, ওনাদের ব্যাপারে আমরা কী বলতাম চিন্তা করেন? আমি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাই না।’