তোমাকে খুঁজি ফিঙে-ওড়ার মাঠে সিঁদুর-রাঙা মেঘে আকাশ-ভরা নীল সাগরে তাল বাগানের ফাঁকে।
তোমাকে খুঁজি কার্তিকের ওই ফসল হাওয়া মাঠে কাশফুলের ডুবোচরের ঝিরি চলার পথে।
একলা ভেবে সময় কাটে তাই তোমার ভেবে ভেবে ঝরনা নদী পাহাড় বন অলস দেখে দেখে।