০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

তোমাকে খুঁজি

আবু আফজাল সালেহ

তোমাকে খুঁজি

তোমাকে খুঁজি ফিঙে-ওড়ার মাঠে
সিঁদুর-রাঙা মেঘে
আকাশ-ভরা নীল সাগরে
তাল বাগানের ফাঁকে।

তোমাকে খুঁজি কার্তিকের ওই
ফসল হাওয়া মাঠে
কাশফুলের ডুবোচরের
ঝিরি চলার পথে।

একলা ভেবে সময় কাটে তাই
তোমার ভেবে ভেবে
ঝরনা নদী পাহাড় বন
অলস দেখে দেখে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০২:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
১৯২ বার পড়া হয়েছে

তোমাকে খুঁজি

আপডেট সময় : ০২:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

তোমাকে খুঁজি ফিঙে-ওড়ার মাঠে
সিঁদুর-রাঙা মেঘে
আকাশ-ভরা নীল সাগরে
তাল বাগানের ফাঁকে।

তোমাকে খুঁজি কার্তিকের ওই
ফসল হাওয়া মাঠে
কাশফুলের ডুবোচরের
ঝিরি চলার পথে।

একলা ভেবে সময় কাটে তাই
তোমার ভেবে ভেবে
ঝরনা নদী পাহাড় বন
অলস দেখে দেখে।