০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
সংবাদ শিরোনাম ::
দীর্ঘশ্বাস

আমার শূন্য হৃদয়
একমুঠো ভোরের বাতাস চায়
চায় একগাদা নীল আকাশ—
এখানেই পেতাম আগে।
সবুজ হচ্ছে ক্রমশ ধূসর
কলতানের জায়গায় এখন
পাথর ইট সিমেন্ট, কর্কশধ্বনি।
হৃদয়ের কথা শুনতে চায় না কেউ আর
শরীরের ব্যথা দেখে না কেউ।
‘বনলতা সেন’, ‘মেজদিদি’, ‘বিদ্রোহী’ কী!
পেরিয়ে পেরিয়ে সময়গুলো এখন শুধুই দীর্ঘশ্বাস।
ট্যাগস :