০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

দীর্ঘশ্বাস

আবু আফজাল সালেহ 

দীর্ঘশ্বাস

আমার শূন্য হৃদয়
একমুঠো ভোরের বাতাস চায়
চায় একগাদা নীল আকাশ—
এখানেই পেতাম আগে।

সবুজ হচ্ছে ক্রমশ ধূসর
কলতানের জায়গায় এখন
পাথর ইট সিমেন্ট, কর্কশধ্বনি।
হৃদয়ের কথা শুনতে চায় না কেউ আর
শরীরের ব্যথা দেখে না কেউ।

‘বনলতা সেন’, ‘মেজদিদি’, ‘বিদ্রোহী’ কী!
পেরিয়ে পেরিয়ে সময়গুলো এখন শুধুই দীর্ঘশ্বাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
১৭০ বার পড়া হয়েছে

দীর্ঘশ্বাস

আপডেট সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

আমার শূন্য হৃদয়
একমুঠো ভোরের বাতাস চায়
চায় একগাদা নীল আকাশ—
এখানেই পেতাম আগে।

সবুজ হচ্ছে ক্রমশ ধূসর
কলতানের জায়গায় এখন
পাথর ইট সিমেন্ট, কর্কশধ্বনি।
হৃদয়ের কথা শুনতে চায় না কেউ আর
শরীরের ব্যথা দেখে না কেউ।

‘বনলতা সেন’, ‘মেজদিদি’, ‘বিদ্রোহী’ কী!
পেরিয়ে পেরিয়ে সময়গুলো এখন শুধুই দীর্ঘশ্বাস।