০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

দুবলার চরে নৌ-পুলিশের ফাঁড়ি হবে: নৌ-পুলিশ প্রধান

জেলা প্রতিনিধি,বাগেরহাট

দুবলার চরে নৌ-পুলিশের ফাঁড়ি হবে: নৌ-পুলিশ প্রধান

মৎস্য সম্পদ ও জেলেদের নিরাপত্তায় দুবলার চরে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চরের আলোরকোলে শুঁটকি আহরণে নিয়োজিত জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নৌ-পুলিশের প্রধান বলেন, বছরের পাঁচমাস দুবলার চরের আলোরকোলে প্রায় ১০ হাজার জেলে অবস্থান করে শত শত মণ শুঁটকি উৎপাদন করে। এ শুঁটকি বিদেশেও রপ্তানি হয়। তাই দুবলার চরের আলোরকোলে নৌ-পুলিশের একটি ফাঁড়ি অনুমোদন হয়েছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি এসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, মো. শফিকুল ইসলাম, নৌ-পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার মো. শলিফুর রহমানসহ নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ১০:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
১৮৪ বার পড়া হয়েছে

দুবলার চরে নৌ-পুলিশের ফাঁড়ি হবে: নৌ-পুলিশ প্রধান

আপডেট সময় : ১০:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

মৎস্য সম্পদ ও জেলেদের নিরাপত্তায় দুবলার চরে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চরের আলোরকোলে শুঁটকি আহরণে নিয়োজিত জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নৌ-পুলিশের প্রধান বলেন, বছরের পাঁচমাস দুবলার চরের আলোরকোলে প্রায় ১০ হাজার জেলে অবস্থান করে শত শত মণ শুঁটকি উৎপাদন করে। এ শুঁটকি বিদেশেও রপ্তানি হয়। তাই দুবলার চরের আলোরকোলে নৌ-পুলিশের একটি ফাঁড়ি অনুমোদন হয়েছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি এসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, মো. শফিকুল ইসলাম, নৌ-পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার মো. শলিফুর রহমানসহ নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।