দূর্গোৎসবে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আবুল খায়ের

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আবুল খায়ের।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- বাঙালি হিন্দু
সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমানকাল ধরে এ দেশের বাঙ্গালি হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন।
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।
দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত হোক- এ কামনা করি। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলাসহ হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই।