০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির রিমান্ডে

অস্ত্রসহ গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল (শনিবার) ভোরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১১ এর নায়েব সুবেদার মো. আফজাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তার ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে আট বছর হলেও গ্রেফতার এড়াতে তিনি দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি থাইল্যান্ডে ছিলেন। সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বছর ধরে পরিবার নিয়ে বাস করছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০৪:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
১৮০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির রিমান্ডে

আপডেট সময় : ০৪:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

অস্ত্রসহ গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল (শনিবার) ভোরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১১ এর নায়েব সুবেদার মো. আফজাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তার ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে আট বছর হলেও গ্রেফতার এড়াতে তিনি দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি থাইল্যান্ডে ছিলেন। সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বছর ধরে পরিবার নিয়ে বাস করছিলেন।