নিজের প্রতিশ্রুতি রেখেছেন লন্ডন প্রবাসী এমদাদ হোসেন চৌধুরী

যুক্তরাজ্য প্রবাসী মো: এমদাদ হোসেন চৌধুরী গত ৪ জানুয়ারী ২০২২ ইংরেজী তারিখে চার সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসেন।
নিজ জন্মভূমিতে এসেই ছুটে চলে যান এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ঘুরে দেখেন ও বিভিন্ন প্রতিশ্রুতি দেন। গরীব অসহায় মানুষের পাশে দাড়ান লন্ডন প্রবাসী এমদাদ হোসেন চৌধুরী, দেশে অবস্থানরত সময়ে ৮২ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
লন্ডন প্রবাসী এমদাদ হোসেন চৌধুরী তাহার নিজ অর্থায়নে আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, হরিনগর মাদ্রাসা, নূরপুর নতুন মসজিদ নির্মাণ,
আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজের জন্য নগদ অর্থ প্রদান ও নোয়াগাওঁ জামে মসজিদের গেইট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
** প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নোয়াগাওঁ জামে মসজিদে একটি নান্দনিক গেইট নির্মাণ করে দিয়েছেন।
** আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এক লক্ষ (১০০০০০) টাকা দিবেন। প্রতিশ্রুতি অনুযায়ী লন্ডন প্রবাসী এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে তাহার ভাতিজা মামুন চৌধুরী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মঈনুল হকের কাছে নগদ এক লক্ষ (১০০০০০) টাকা তুলে দেন। এসময় অত্র মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
** দরগাপাশা ইউনিয়নের অন্তরগত হরিনগর গ্রামে একটি নির্মাণাধীন নতুন মাদ্রাসায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ৫০০০০ টাকা দিবেন। প্রতিশ্রুতি অনুযায়ী লন্ডন প্রবাসী এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে তাহার ভাতিজা মামুন চৌধুরী, মাদ্রাসার কমিটির হাতে নগদ পঞ্চাশ হাজার (৫০০০০) টাকা তুলে দিয়েছেন।
** দরগাপাশা ইউনিয়নের অন্তরগত নুরপুর গ্রামে মসজিদ নির্মাণ কাজে ৩০০০০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী লন্ডন প্রবাসী এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে তাহার ভাতিজা মামুন চৌধুরী , আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মঈনুল হক কে সাথে নিয়ে, নুরপর মসজিদ কমিটির হাতে নগদ ত্রিশ হাজার (৩০০০০) টাকা তুলে দিয়েছেন।
** যুক্তরাজ্য প্রবাসী মো: এমদাদ হোসেন চৌধুরী পরিবার বর্গের পক্ষ থেকে দরগাপাশা ইউনিয়নের অন্তরগত খছদ্দরপুর গ্রামে একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। মসজিদের কাজ প্রায় ৯০% ভাগ শেষ হয়েছে। বাকিটা অচিরেই সম্পূর্ণ হবে বলে জানান। মসজিদের কাজে সহযোগিতা করেন দরগাপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আমির হোসেন চৌধুরীসহ আরো অনেকে।
প্রতিশ্রুতি অনুযায়ী বাকি কাজ গুলা অচিরেই শেষ করবেন বলে প্রভাত বাণীকে জানিয়েছেন এমদাদ হোসেন চৌধুরী ।