পাহাড়তলীতে ২০ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব-৭।
সোমবার (২৯ আগস্ট) বিকেল সোয়া ৩টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলেন- হাটহাজারী থানার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী সন্দ্বীপ কলোনির মো. ইসমাইলের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার ছেলে মো. তারেক।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টার দিকে দুই মাদককারবারিকে দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসতঘর থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সোমবার সকালে গ্রেফতারদের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রয় করতো। উদ্ধারর ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।