০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩

পিরোজপুরে জাপা নেতার পা বিচ্ছিন্ন, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি,পিরোজপুর

পিরোজপুরে জাপা নেতার পা বিচ্ছিন্ন, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করার ঘটনায় মূল পরিকল্পনাকারী ইয়াসিন খানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তিনি মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত. হাফেজ খানের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ শাফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্নর ঘটনায় মূল পরিকল্পনাকারী ইয়াসিন খান। ২৯ সেপ্টেম্বর রাতে আহতের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করেন। পরদিন প্রধান আসামি নাসিরকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

এর আগে ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া আদালতে যাচ্ছিলেন জাপা নেতা শফিকুল ইসলাম। এ সময় উপজেলার মাঝেরপুল এলাকার ফরাজী বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত শফিকুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০৫:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
১১৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে জাপা নেতার পা বিচ্ছিন্ন, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করার ঘটনায় মূল পরিকল্পনাকারী ইয়াসিন খানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তিনি মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত. হাফেজ খানের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ শাফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্নর ঘটনায় মূল পরিকল্পনাকারী ইয়াসিন খান। ২৯ সেপ্টেম্বর রাতে আহতের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করেন। পরদিন প্রধান আসামি নাসিরকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

এর আগে ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া আদালতে যাচ্ছিলেন জাপা নেতা শফিকুল ইসলাম। এ সময় উপজেলার মাঝেরপুল এলাকার ফরাজী বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত শফিকুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।