পুকুর পাড়ে পড়েছিল মোটরসাইকেল-হেলমেট, খোঁজ নেই ব্যবসায়ীর

গাইবান্ধার সাদুল্লাপুরে জতিশ চন্দ্র সরকার (৫৫) নামের এক পোলট্রি ফিড ব্যবসায়ী রাতে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পরে পুকুর পাড়ে তার ব্যবহৃত মোটরসাইকেল, জুতা ও হেলমেট পড়ে থাকতে দেখা যায়। তবে সন্ধান নেই ওই ব্যবসায়ীর।
রোববার (২০ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ব্যবসায়ী জতিশ চন্দ্র।
সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের সিরাজুল ইসলামের রাইস মিল সংলগ্ন কাঁচা রাস্তার উত্তর পাশের একটি পুকুর পাড়ে জুতা, হেলমেট ও ডিসকভার মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিখোঁজ ব্যবসায়ী জতিশ চন্দ্র সরকার ওই ইউনিয়নের তরফবাজিত (মধ্যপাড়া) গ্রামের মৃত গঙাধর সরকারের ছেলে ও সাদুল্লাপুর শহরে পোলট্রি, ডেইরি ফিড ও মেডিসিন ব্যবসায়ী।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে জতিশ চন্দ্র সরকার বাড়ি যান। এরই মধ্যে রাত সাড়ে ১১টার দিকে ওষুধ কেনার জন্য আবার সাদুল্লাপুর শহরে আসেন। এরপর দীর্ঘসময় ধরে বাড়িতে না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সোমবার সকালে তরফবাজিত এলাকার সিরাজুল ইসলামের রাইস মিল সংলগ্ন পুকুর পাড়ে জতিশ চন্দ্রের জুতা, হেলমেট ও ডিসকভার মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পুকুরে খোঁজাখুঁজি করেও জতিশ চন্দ্রকে খুঁজে পাননি।
নিখোঁজ জতিশ চন্দ্রের ভাতিজা কাকন চন্দ্র বলেন, ‘কাকা রাতে ওষুধ কিনতে গিয়ে আর ফিরে আসেননি। রাত থেকেই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। সকালে পুকুর পাড়ে মোটরসাইকেল ও হেলমেট পাওয়া গেছে।’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে।