‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুদৃঢ় করা প্রয়োজন’

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফ্রাঙ্কলিন টাউনশিপের কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত শেপা উদ্দিন বলেছেন, বহুজাতিক দেশ আমেরিকায় বাংলাদেশিরাও উৎসের সঙ্গে সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে। নিজেদের শেকড়ের সঙ্গে সম্পর্ক ও যোগসূত্র স্থাপন করে আমেরিকান বাংলাদেশি প্রজন্ম নিজের যোগ্যতার পরিচয় দিচ্ছে। এ যোগ্যতাকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের অগ্রাধিকার। একই সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সুদৃঢ় করা প্রয়োজন।
রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের উদ্যোগে ভাষা সৈনিক মতিন উদদীন জাদুঘরে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। শেপা উদ্দিনের সম্মানে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে শেপা উদ্দিন বাংলাদেশ নিয়ে তার ভাবনার কথা তুলে ধরেন।
পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার এতে সভাপতিত্ব করেন। সুধী সমাবেশে শেপা উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের সদস্য আব্দুল করিম কিম।
তিনি জানান, শেপা উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের মো. আজম উদ্দিনের মেয়ে। তার বাবা আজম উদ্দিন ছিলেন বাংলাদেশি আমেরিকান সমাজের নেতা। তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক জমায়েত হয়েছিল প্যাটার্সনে। একজন সাধারণ মানুষ নীরবে একটি কমিউনিটি নির্মাণ করে গেছেন। করে গেছেন অসাধারণ সব কাজ। আমেরিকার বহুজাতিক সমাজে রেখে গেছেন যোগ্য সন্তানদের। কাউন্সিল উইমেন শেপা উদ্দিন সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছেন। সেসব কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও সিলেট অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী নাগরিকদের সুবিধা-অসুবিধা নিয়ে তিনি ধারণা অর্জন করছেন।
সুধী সমাবেশের শুরুতে শেপা উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্টেমাইজ স্কুলের শিশু শিক্ষার্থী আয়রা আমারা চৌধুরী। উত্তরীয় পড়িয়ে দিয়ে তাকে বরণ করে নেন ট্রাস্ট্রের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ট্রাস্টের সদস্য আব্দুল করিম কিম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।
বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সমাজ বিজ্ঞানী কামাল আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের সদস্য ছামির মাহমুদ, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন, সেইভ দ্য হেরিটেইজ অ্যান্ড এনভায়রনমেন্ট সভাপতি আব্দুল হাই আল হাদি প্রমুখ।
আরও বক্তব্য দেন নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট সমর বিজয় শেখর, মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সহ-সভাপতি দেওয়ান মাহমুদুর রাজা চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুল সাদেক লিপন, ফকির মেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন সোহেল, সহ-লাইব্রেরি সম্পাদক ও লেখক ইসমত হানিফা চৌধুরী, গবেষক মাহমুদুর রহমান ওয়েছ, স্টেমাইজ স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুব ছুন্নাহ প্রমুখ।