বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাইয়ের নাম ইউনুছ আলী (৪০)। তিনি ভাবনহাটি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বসতবাড়ির সীমানা নিয়ে বড় ভাই কুসুম আলী সঙ্গে ছোট ভাই ইউনুছ আলীর বিরোধ চলছিল। তারই জেরে মঙ্গলবার সকালে কুসুম ও তার লোকজন ইউনুছকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে স্থানীয়রা সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কুসুম আলীসহ তার লোকজন পলাতক আছেন।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মুল কুমার দাস জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।