০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ব্যস্ততা

মারুফা সুলতানা খান

ব্যস্ততা

কে তোমার বেশি প্রিয়?
আমি নাকি ব্যস্ততা?
খুব আফসোস হয় জানো—
যদি তোমার ব্যস্ততা হতে পারতাম!

বলেছিলে মঙ্গলে নিয়ে যাবে, মনে আছে? তুমি, আমি আর সে
আমাকেই তো ভুলিয়ে দিয়েছে তোমার ব্যস্ততা
তার কথা কি রেখেছো মনে?

সজনে-ডাঁটা বলেছিল,
ফুল আর পাখির সাথে গোল্লাছুট খেলবে
ওর কি গোল্লাছুটের নিয়ম মনে আছে?
নাকি সেও ভুলিয়ে দিয়েছে ব্যস্ততা?

মনের মধ্যে ছোপ-ছোপ দাগ পড়ে গেছে
পারবে সেই দাগ মুছে দিতে?
পারো না, ব্যস্ততা থেকে একটুখানি বেরিয়ে
তোমার প্রেম-রঙে রাঙিয়ে দিতে আমার মন?

আবার নাকি নতুন করে প্রেমে পড়েছো?
পুরাতন মানুষের সাথে নতুন প্রেম বুঝি এমনই হয়!
ভালো কি একটু বেশিই বাসো
তাই তো ব্যস্ততার কথামতো আর খোঁজও নাও না।

অনলাইনে দেখি তোমাকে
সে তো আমার জন্য নয়,
তোমার ব্যস্ততার জন্য, তাই না?
খুব ভালো আছো বুঝি ওকে নিয়ে!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০২:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
১৬০ বার পড়া হয়েছে

ব্যস্ততা

আপডেট সময় : ০২:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

কে তোমার বেশি প্রিয়?
আমি নাকি ব্যস্ততা?
খুব আফসোস হয় জানো—
যদি তোমার ব্যস্ততা হতে পারতাম!

বলেছিলে মঙ্গলে নিয়ে যাবে, মনে আছে? তুমি, আমি আর সে
আমাকেই তো ভুলিয়ে দিয়েছে তোমার ব্যস্ততা
তার কথা কি রেখেছো মনে?

সজনে-ডাঁটা বলেছিল,
ফুল আর পাখির সাথে গোল্লাছুট খেলবে
ওর কি গোল্লাছুটের নিয়ম মনে আছে?
নাকি সেও ভুলিয়ে দিয়েছে ব্যস্ততা?

মনের মধ্যে ছোপ-ছোপ দাগ পড়ে গেছে
পারবে সেই দাগ মুছে দিতে?
পারো না, ব্যস্ততা থেকে একটুখানি বেরিয়ে
তোমার প্রেম-রঙে রাঙিয়ে দিতে আমার মন?

আবার নাকি নতুন করে প্রেমে পড়েছো?
পুরাতন মানুষের সাথে নতুন প্রেম বুঝি এমনই হয়!
ভালো কি একটু বেশিই বাসো
তাই তো ব্যস্ততার কথামতো আর খোঁজও নাও না।

অনলাইনে দেখি তোমাকে
সে তো আমার জন্য নয়,
তোমার ব্যস্ততার জন্য, তাই না?
খুব ভালো আছো বুঝি ওকে নিয়ে!