১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

মরন

রুকন আহমেদ চৌধুরী

মরন

একদিন তবে কবে যেন হবে

পিছু ফেলে সব তুমি চলে যাবে।

আফসোস হাহুতাশ করিবে স্বজন,
নয়নের জলে ভেসে করিবে রূদন।

কেউ আগে পরে কেউ পাবে এই চিঠি,
সাদা কাপনে মুড়ে তার উপরে মাটি।

যতদুর যাবে এই দুঃখের খবর,
শুভাকাঙ্খি প্রতিবেশি হইবে কাতর।

বলাবলি শুরুহবে লোকটা কেমন?
ভাই চাচা মামা স‍্যার যাহার যেমন।

অনেকে অনেক ভাবে মনের আয়নায়
দেখে কাঁদে দোয়া খুজে আল্লাহ তালায়।

সরল সঠিক পথে গড়িলে জিবন,
চুপচাপ চলে যাবে কাদিয়ে ভুবন।মরন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
১৫০ বার পড়া হয়েছে

মরন

আপডেট সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

একদিন তবে কবে যেন হবে

পিছু ফেলে সব তুমি চলে যাবে।

আফসোস হাহুতাশ করিবে স্বজন,
নয়নের জলে ভেসে করিবে রূদন।

কেউ আগে পরে কেউ পাবে এই চিঠি,
সাদা কাপনে মুড়ে তার উপরে মাটি।

যতদুর যাবে এই দুঃখের খবর,
শুভাকাঙ্খি প্রতিবেশি হইবে কাতর।

বলাবলি শুরুহবে লোকটা কেমন?
ভাই চাচা মামা স‍্যার যাহার যেমন।

অনেকে অনেক ভাবে মনের আয়নায়
দেখে কাঁদে দোয়া খুজে আল্লাহ তালায়।

সরল সঠিক পথে গড়িলে জিবন,
চুপচাপ চলে যাবে কাদিয়ে ভুবন।মরন