মান্দায় শয়ন ঘর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় শয়ন ঘর থেকে দুই কেজি গাঁজা উদ্ধারসহ ববিতা ঋষি (৩৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজারের অদুরে শ্রীরামপুর (ঋষিপাড়া) থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ববিতা ঋষি (৩৫) উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী জিতেন চন্দ্র ঋষির স্ত্রী। পুলিশ জানায়, আটককৃত ববিতা ঋষি ও তার স্বামী জিতেন ঋষি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল।
মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ফজলে ইলাহি সঙ্গীয় ফোর্স সহ সতীহাট বাজারের অদুরে শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামে স্থানীয় মাদক বিরোধী কমিটির সদস্যদের সহযোগিতায় জিতেন ঋষির বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘরের টেবিলে সুকৌশলে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আটককৃত মাদক সম্রাজ্ঞী ববিতার স্বামী জিতেন ঋষিকে গত ০৯ জানুয়ারী রাত সোয়া ৯টার দিকে গনেশপুর মধ্যপাড়া থেকে নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক করে ডিবি পুলিশ। বর্তমানে ওই মাদক মামলায় তিনি জেল হাজতে রয়েছেন।