০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২০মিনিটে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১৫ অক্টোবর তার ব্রেইন স্ট্রোক হয়েছিল।
রফিকুল ইসলামের দেশের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে মালদ্বীপ প্রবাসী। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
তার অকাল মৃত্যুতে দেশের বাড়ি ও মালদ্বীপ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রবাসী স্বজনদের সঙ্গে সহকর্মী ও রাজনৈতিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।
ট্যাগস :