০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
সংবাদ শিরোনাম ::
রঙিন শরৎ

নদীর তীরে বিলের পাড়ে
কাশফুল হাসে
সাদা মেঘের খেয়া চলে
শাপলা সদা ভাসে।
রোদ-বৃষ্টির দারুণ খেলা
সাদা বকের সারি
স্নিগ্ধ কোমল রূপের মেলা
প্রজাপতির আড়ি।
ছাতিমতলা রঙিন হাওয়া
শিউলি বকুল ঘ্রাণ
বেলি কেয়া জুঁই পদ্ম
রঙিন শরৎ প্রাণ।
কাশবনে মনের সুখে
ফড়িং সোনা নাচে
আমলকি জগডুমুর
তাল পাকে গাছে।
ট্যাগস :