০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩

শ্রেষ্ঠ বাঙালি

আলাউদ্দিন হোসেন

আলাউদ্দিন হোসেন

তুমি ছিলে তুমি আছো
থাকবে সারাক্ষণ,
তোমার জন্য সদা কাঁদে
কোটি বাঙালি মন।

ইতিহাসের পাতায় পাতায়
থাকবে আজীবন,
তোমার মতো বাঙালিকে
ভুলবে না এ মন।

তুমি হিম্মত তুমি গর্জন
তুমি জয়ের শক্তি,
আমরা তোমার অনুসারী
করে যাবো ভক্তি।

তুমি ত্যাগী তুমি বাঙালি
তুমি মোদের প্রাণ,
লাল-সবুজ পতাকা তলে
গাইব তোমার গান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় : ০১:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
১৮৬ বার পড়া হয়েছে

শ্রেষ্ঠ বাঙালি

আপডেট সময় : ০১:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

তুমি ছিলে তুমি আছো
থাকবে সারাক্ষণ,
তোমার জন্য সদা কাঁদে
কোটি বাঙালি মন।

ইতিহাসের পাতায় পাতায়
থাকবে আজীবন,
তোমার মতো বাঙালিকে
ভুলবে না এ মন।

তুমি হিম্মত তুমি গর্জন
তুমি জয়ের শক্তি,
আমরা তোমার অনুসারী
করে যাবো ভক্তি।

তুমি ত্যাগী তুমি বাঙালি
তুমি মোদের প্রাণ,
লাল-সবুজ পতাকা তলে
গাইব তোমার গান।