০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
সংবাদ শিরোনাম ::
স্বার্থপর

আমি তোমাকে পাবো এই নিয়ম পৃথিবীতে নেই
আমি সূর্যোদয় পেতে পারি, সূর্যাস্ত পেতে পারি
নদী পেতে পারি, নদীর তীরের বালুচর পেতে পারি
কিন্তু তোমাকে পাবো, এই নিয়ম পৃথিবীতে নেই
তুমি আমার হবে, এটা পৃথিবী মেনে নেবে না
পাহাড় আমার হতে পারে
ওই আকাশের নীল মেঘগুলোও আমার হবে
আলোর রেণু, ফুলের রেণু আমার হবে
কিন্তু তুমি আমার হবে না
পৃথিবী স্বার্থপর, তুমি স্বার্থপর
পৃথিবী আমার কিন্তু তুমি আমার নও
ট্যাগস :