০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩
সংবাদ শিরোনাম ::
হিরন্মবালা

তোমার নাকের নোলকে বাঁধা
আমার জীবনের আয়ু
চোখের দীর্ঘ কাজলে
পৃথিবী থেকে মূর্ছা যাই আমি
তোমার চোখের চাহনিতে,
হৃদয়ের যে ব্যাকুলতা—
তা আমাকে প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর দিকে
একধাপ করে এগিয়ে নেয়।
তোমার কপালের দিগন্তে ছোট টিপ
যেন আমার হৃৎপিণ্ডের ক্ষত
তুমি হাসতে থাকো, হিরন্মবালা
তুমি হাসতে থাকো
তোমার হাসিতে বিধ্বস্ত হতে চাই আমি।
ট্যাগস :